রংপুর র্যাবের অভিযানে কোটি টাকার হেরোইন উদ্ধারসহ গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার ♦ রংপুর র্যাব-১৩ এর অভিযানে কোটি টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা ১১টায় রংপুর র্যাব-১৩ সদর দপ্তরে অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা জেলার পলাশবাড়ির বৈরী হরিণমারী এলাকার মহাসড়কে জরুরী চেকপোস্ট বসায় র্যাব।
এ সময় সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশী করলে ট্রাক থেকে কোটি টাকা মূল্যের ৩ কেজি ৮’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এতে ট্রাকের চালক মাদক ব্যবসায়ী আল আমিন (২২) এবং তার সহযোগি নয়নকে (২০) গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা রাজশাহী জেলার বাসিন্দা এবং তারা রাজশাহী থেকে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিলেও পলাশবাড়িতে র্যাবের হাতে ধরা পড়ে।
গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে রাজশাহী থেকে হেরোইন এনে গাইবান্ধা, রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। এ ঘটনা র্যাব বাদী হয়ে গাইবান্ধা পলাশবাড়ি থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।