রংপুরে তিস্তার তীরবর্তী এলাকায়  বন্যা পরিস্থিতির উন্নতি

রংপুরে তিস্তার তীরবর্তী এলাকায়  বন্যা পরিস্থিতির উন্নতি

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে তিস্তার তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উজানের পানি ঢল কমে যাওয়ায় পানি কমতে শুরু করেছে। শনিবার সকাল ৬টায় তিস্তা নদীর পানির ডালিয়া পয়েন্টে বিপদ সীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে পানি কমার সাথে বিনাবিনার চরসহ কিছু এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।

এদিকে বন্যাদূর্গতদের শনিবার দুপুরে গঙ্গাচড়ার লহ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলীতে ক্ষতিগ্রস্থ পানিবন্দী দেড়শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ বিতরন করেন, জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, রাবেয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার, লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল হাদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিমুল হকসহ অন্যরা। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনপ্রতি ১০ কেজিচাল, মসুরের ডাল, সয়াবিন তেল, লবন, চিনি, মুড়ি, সেমাই, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়।  

এ সময় স্থানীয়রা বলেন, তিস্তার বামতীরে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনার চর থেকে লহ্মীটারী ইউনিয়নের শংকরদহ পর্যন্ত একটি বাঁধ নির্মাণ করলে এসব এলাকার হাজার হাজার একর ফসলী জমি, ঘরবাড়ি, গাছপালা রক্ষা পাবে। ফলে এসব এলাকায় সারা বছর খাদ্যশস্য উৎপাদন হবে এবং জাতীয় অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখবে। এ বিষয়ে বারবার প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরকে জানালেও কোন কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করেনি তারা।