দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু রেকর্ড!

নমুনা পরীক্ষা ৫০ হাজার ৯৫২টি

দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু রেকর্ড!

নিউজডোর ডেস্ক ♦ দেশে করোনায় একদিনে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। সোমবার করোনায় ২৪৭ জনের মৃত্যু হছে। এসময় আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়।

সেখানে বলা হয়, আজ আক্রান্তসহ দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৭৯ হাজার ৮৩৭ জন। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৫২১ জন।

দেশে আজ নমুনা পরীক্ষা করা হয় ৫০ হাজার ৯৫২টি। এতে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৯২ জন। নমুন পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।   

মারা যাওয়া ২৪৭ জনের মধ্যে ১৪১ জন পূরুষ এবং ১০৬ জন নারী।

গত একদিনে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ পর্যন্ত সারাদেশে সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন।