রংপুরে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের বিচারের দাবীতে মানববন্ধন

ক্ষমতাসীন সরকারের মন্ত্রী-আমলারা লুটপাট-দুর্নীতি-অনিয়মে ব্যস্ত

রংপুরে  নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের বিচারের দাবীতে  মানববন্ধন
দুপুরে কাচারী বাজারে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে মানববন্ধন সমাবেশ আয়োজিত হয়।

স্টাফ রিপোর্টার (রংপুর) ♦ নারী শিশু ধর্ষণ, নির্যাতনের বিচার নিরাপত্তার দাবীতে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে কাচারী বাজারে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠক গোলাপী বেগম। বক্তব্য রাখেন, মহিলা ফোরামের সংগঠক মৌসুমী আক্তার, জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মমিনুল ইসলাম, রিনা মুরমু, রিমা আক্তার সহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, দেড়  বছর থেকে করোনা দুর্যোগে সারাদেশ আজ বিপর্যস্ত। মহামারিতে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়ে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিসহ হয়েছে। ক্ষমতাসীন সরকারের মন্ত্রী-আমলারা লুটপাট-দুর্নীতি-অনিয়মে ব্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে বেড়েছে নারী-শিশু ধর্ষণ, নির্যাতন বাল্যবিবাহ। সরকার স্বাস্থ্যখাতে লুটপাট, অনিয়ম-দুর্নীতি সামাল দিতে গিয়ে নারী-শিশু নির্যাতনের বিচার করছে না। অবিলম্বে নারী শিশু নির্যাতনের বিচার দাবী করেন বক্তারা। সমাবেশ শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর সারাদেশে নারী-শিশু ধর্ষণ-নির্যাতন বন্ধসহ তিন দফা দাবির একটি স্মারকলিপি প্রদান করেন।