কুড়িগ্রামে সাবেক ছাত্রলীগ নেতার হাত পা কাটার প্রতিবাদে আন্দোলন

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টু দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক হাত বিচ্ছিন্ন ও অপর হাত ও দুই পা গুরুতর জখমের ঘটনার প্রতিবাদে ও এর সাথে জড়িত আাসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল,মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা শহরের কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান চঁাদ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক, মজিদা কলেজ শাখার সাবেক সভাপতি মিন্টু মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা মজিদা কলেজের শিক্ষক ও সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান মিন্টুর উপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।এ ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।
উল্লেখ্য,কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ও জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান মিন্টুকে মঙ্গলবার দুপুরে জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন।এতে তার ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও তার অপর হাত ও দুই পায়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।