ফেসবুকের বিকল্প হিসেবে আসছে ‘যোগাযোগ’
হোয়াটসঅ্যাপের বিকল্প “আলাপন” নামে প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে

নিউজডোর ডেস্ক ♦ আইসিটি বিভাগের উদ্যেগে ফেসবুকের বিকল্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “যোগাযোগ” তৈরি হচ্ছে।
এই যোগাযোগের মাধ্যমে দেশের উদ্যেক্তারা তথ্য, উপাত্ত এবং যোগাযোগের জন্য নিজেদের মধ্যে একটি নিজস্ব অনলাইন মার্কেটপ্লেস ও গ্রুপ তৈরি করতে পারবে। উদ্যেক্তাদের বিদেশনির্ভর হতে হবে না।
শনিবার ‘এন্টারপ্রেনারশিপ মাস্টারক্লাস সিরিজ ২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য নিশিত করেন। অনুষ্ঠানটি আয়োজন করে ফেসবুকভিত্তিক উইমেন ই-কমার্স (উই)।
প্রতিমন্ত্রী পলক জানান, আইসিটি বিভাগের উদ্যেগে এরই মধ্যে জুম অনলাইনের বিকল্প “বৈঠক” প্লাটফর্ম এবং করোনা প্রতিরোধে ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম “সুরক্ষা” অ্যাপ তৈরি করা হয়েছে। নিজস্ব যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের বিকল্প “আলাপন” নামে প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে।
এসময় তিনি আইসিটি বিভাগের উদ্যেগে স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।