জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ভস্মিভূত

জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ভস্মিভূত

এহসানুল হক সুমন ♦ রংপুর নগরীর জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৫টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে করে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার কাপড়। 

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে জামাল মার্কেটে আগুন লেগে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ১০টি ইউনিট প্রায় এক ঘন্টার ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কাপড়ের মার্কেট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ক্ষয়-ক্ষতি বেশি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। 

রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ওহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শটসার্কিট নাকি বিড়ি-সিগারেট দিয়ে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস। এছাড়া ক্ষয়-ক্ষতির পরিমান জানতে কাজ করা হচ্ছে। 

জামাল মার্কেট দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বলেন, অগ্নিকান্ডের ঘটনায় মার্কেটের ১৫টি দোকান পুড়ে গেছে। গোটা মার্কেট কাপড়ের দোকান হওয়ায় প্রায় কোটি টাকার উর্ধ্বে ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।