রমেকে নমুনা পরীক্ষায় আরও ১০ জন শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ১০ জন শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় আরও ১০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ৬ জন, গাইবান্ধার ৩ জন ও লালমনিরহাটের ১ জন রয়েছে। 

রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রংপুর সদরের এক বৃদ্ধ (৬৭), অপর বৃদ্ধ (৬১), রংপুর সিটি কর্পোরেশন এলাকার এক নারী (৫০), কামারপাড়ার এক যুবক (১৯), সার্কিট হাউজ এলাকার এক বৃদ্ধ (৭৫), এক বৃদ্ধা (৬৪)। 

এছাড়া গাইবান্ধা সদরের এক পুরুষ (৫৩), অপর পুরুষ, এক নারী ও লালমনিরহাট হাতিবান্ধার এক চিকিৎসক (২৫) নতুন করে শনাক্ত হয়েছেন। 
রোববার ৪৭ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এতথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৯৬ জন, সুস্থ্য হয়েছেন ৪ হাজার ২৫০ জন। মারা গেছেন ৮০ জন।