শিশু পরিবারের রংপুর বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিশু পরিবারের রংপুর বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ♦ সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সরকারী শিশু পরিবার নিবাসীদের অংশগ্রহণে রংপুরে বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। গত ২৫ ও ২৬ জুন রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে রংপুর বিভাগের ৮ জেলা থেকে আসা অংশগ্রহণকারীরা উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, চিত্রাংঙ্কন, একক নৃত্য, দলীয় নৃত্য, সংগীতসহ ২৪টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়। কুচকাওয়াজে লালমনিরহাট সরকারী শিশু পরিবার বালিকা দল প্রথম ও রংপুর বালিকা দল দ্বিতীয় ও ঠাকুরগাঁও বালিকা দল তৃতীয় হয়েছে। ডিসপ্লেতে দিনাজপুর বালক দল প্রথম, পঞ্চগড় বালক দল দ্বিতীয় ও রংপুর বালক দল তৃতীয় হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) শেখ রাসেল স্টেডিয়ামে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নাজমুল হুদা’র সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিনসহ অন্যরা। পরে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।