আগামী বছরের জুনে সম্পন্ন হবে পদ্মাসেতুর নির্মাণ কাজ: কাদের

আগামী বছরের জুনে সম্পন্ন হবে পদ্মাসেতুর নির্মাণ কাজ: কাদের

নিউজডোর ডেস্ক ♦ সড়ক পুরবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেছেন, ২০২২ সালে জুনের মধ্যে বহুল আলোচিত পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই আশা প্রকাশ করেন।

ওবায়দুল বলেন, অন্যসময় রাত-দিন কাজ হলেও কভিডের কারণে রাতে পদ্মা সেতুর কাজ বন্ধ ছিল। এসময় কিছু বিদেশি প্রকৌশলী ও পরামর্শক এবং দেশীয় এক হাজার শ্রমিক চলে যাওয়ায় কাজের গতি কমে যায়।

তিনি জানান, বৈশ্বিক মহামারির কারণে মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজের অগ্রগতি কিছুটা ব্যহত হলেও থেমে থাকেনি। এখন যথারীতি কাজ চলছে।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা চার লাখ ৮১ হাজার ২৯টি। মালিকদের এসএমএস- এর মাধ্যমে ফিটনেস করার তাগাদা, সার্কেল অফিস থেকে নবায়নের ব্যবস্থার পাশাপাশি ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অর্থদণ্ড ও ডম্পিংসহ নানমূখী ব্যবস্থা নেয়া হচ্ছে।