কলিমুল্লাহর বক্তব্য রুচিবিবর্জিত বলেছে শিক্ষামন্ত্রণালয়

কলিমুল্লাহর বক্তব্য রুচিবিবর্জিত বলেছে শিক্ষামন্ত্রণালয়

নিউজডোর ডেস্ক ♦ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে দোষারোপ করে বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ যেসব বক্তব্য দিয়েছেন, সেটিকে অনভিপ্রেত, অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এবং রুচিবিবর্জিত বলেছে শিক্ষামন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এন এ খায়েরের সইয়ে গণমাধ্যমের জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি বক্তব্য দিয়েছে যেখানে এসব কথা বলা হয়।

এর আগে সকালে রাজধানীর  সেগুনবাগিচায় সংবাদ সম্মেরনের মাধ্যমে বেরোবির উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে সব অভিযোগ তিনি অস্বীকার  করেন। তিনি বলেন, এসব অভিযোগ ও ইউজিসির এমন তদন্ত শিক্সামন্ত্রী দীপু মনির আশ্রয়-প্রশ্রয় ও আশকারায় হয়েছে। শিক্ষামন্ত্রীর আশকারায় পরিস্থিতি এ অবস্থায় এসেছে বলে অভিযোগ করেন তিনি।