মাইগ্রেশন দ্রুত বাস্তবায়নে নর্দান শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান 

মাইগ্রেশন দ্রুত বাস্তবায়নে নর্দান শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান 

এহসানুল হক সুমন ♦ মাইগ্রেশন দ্রুত বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে রংপুর নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদের কাছে স্মারকলিপি প্রদান করেন। 

এতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রতি বছর মেডিকেল শিক্ষার নামে শিক্ষার্থী প্রতি ১৫ থেকে ২৫ লাখ টাকা আদায় করছে। ২০১৪-১৫ সেশন থেকে প্রতিষ্ঠানটি বিএমডিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও অনুমোদন হারায়। এছাড়া  শিক্ষার্থী অনুপাতে মেডিকেল কলেজে রোগী, শিক্ষক, বেড, প্যাথলজিক্যাল ল্যাব নেই। এতে করে শিক্ষার্থীরা মাইগ্রেশনের দাবী জানালে কর্তৃপক্ষ টালবাহানা করাসহ শিক্ষার্থীদের গালি-গালাজ করে গভীর রাতে হোস্টেল থেকে বের করে দেয়া ও বিভিন্ন ভাবে হেনস্তা করছে বলে অভিযোগ ভূক্তভোগীদের।

রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনাসহ প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানোর আশ্বাস দেন শিক্ষার্থীদের।