ইতিহাসে রেকর্ড বাণিজ্য ঘাটতিতে বাংলাদেশ

সংশ্লিষ্টরা বলছেন এখনি সময় সতর্ক হতে হবে

ইতিহাসে রেকর্ড বাণিজ্য ঘাটতিতে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ রপ্তানির তুলনায় মআমদানি বেশি এবং বিশ্ববাজারে পণ্যের দাম উর্ধ্বমূখী হওয়ায় রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। ২০২১-২২ অর্থবছর শেষে বাণিজ্য ঘাটতি তিন হাজার ৩২৫ কোটি ডলার (তিন লাখ ১৪ হাজার কোটি টাকা), যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের ঘাটতি সাড়ে ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, তাতে এসব তথ্য উঠে আসে। খবর কালেরকণ্ঠ’র।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, এখনি সময়, আমাদের সতর্ক হতে হবে। অপ্রয়োজনীয় আমদানি বন্ধ করতে হবে।

কেন্দ্রী ব্যাংকের তথ্যানুযায়ী, সদ্য শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত পণ্য বাণিজ্যে বাংরাদেশের ঘাটতির পরিমাণ তিন হাজার ৩২৪ কোটি ৯০ লৈাখ ডলার।

পরিসংখ্যান অনুযায়ী, গেল বছরের জুলাই থেকে জুন অর্থবছরে রপ্তানি বেড়েছে ৩৩.৪৫ শতাংশ। অন্যদিকে আমদানি বেড়েছে ৩৫ দশমিক ৯৫ শতাংশ।