প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিম আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী
নিউজডোর ডেস্ক ♦ প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিমের বাজার নিয়ন্ত্রণে আমদানির উদ্যোগ নেয়া হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডে আগস্ট মাসের টিসিবি কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয় ডিমের দাম কী হওয়া উচিত তা জানালে বাজার নিয়ন্ত্রণে কাজ করবে বাণিজ্যমন্ত্রণালয়।
এক সপ্তাহ হলো ডিমের বাজার গরম। এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ডজনে ২০ থেকে ২৫ টাকা।
এদিকে আগড়স্ট মাসেও ভর্তুকি মূলে্য ৫ কেজি চাল, ২ লিটার তেল ও ২ কেজি ডাল কিনতে পারবেন ১ কোটি পরিবার। তবে আগে চিনি দেয়া হলেও এখন চিনি বিক্রি বন্ধ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।