রংপুরের জন্য শঙ্কার খবর জানালো আবহাওয়া অফিস

রংপুরের জন্য শঙ্কার খবর জানালো আবহাওয়া অফিস
ফাইল ছবি

নিউজডোর ডেস্ক ♦ কয়েকদিন ধরে মেঘলা আকাশ ও গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজছে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকা। কোথাও কোথাও আবার হচ্ছে ভারি বৃষ্টিপাত।

দেশের সব জায়গায় ভারি বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (১২ আগস্ট) ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্ভাভাসে এসব তথ্য দেয়া হয়।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হাওয়া বা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতও হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, শনিবার সকাল পর্যন্ত দেশের সর্বোচ্চ ৮৫ মিলিমিটার বৃষ্পিাত রকের্ড করা হয়েছে রংপুরে। আগামী ৩ দিন আবহাওয়ার সামান্য পরির্বতন হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।