ট্রেন কাউকে ধাক্কা দেয় না, অন্যরা ট্রেনে ধাক্কা দেয়

যদি ট্রেন রেলপথ ছেড়ে মানুষের বাড়িতে ঢুকে তাহলে সেটা হবে রেল দুর্ঘটনা।

ট্রেন কাউকে ধাক্কা দেয় না, অন্যরা ট্রেনে ধাক্কা দেয়
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ রেল লাইনে যেসব দুর্ঘটনা ঘটেছে সেসব দুর্ঘটনাতে রেল দায়ী নয় বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

সোমবার সকাল ১১ টায় গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর দেশব্যাপী প্রদর্শনের শুভ সূচনা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রেল লাইনে কোনও দুর্ঘটনা ঘটলে দোষ রেলের উপর চাপিয়ে দেওয়া হয়। রেল কাউকে ধাক্কা দিতে যায় না। অন্যরা রেলে উপর এসে ধাক্কা খায়। আরেকজন এসে রেলে ধাক্কা খাবে তার দায় রেলের উপর দেয়া হবে এটা যুক্তিসঙ্গত নয়। এই জায়গাটিতে আমাদের একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে।

তিনি আরও বলেন, রেলের দুর্ঘটনা সেটাই যেটা লাইনচ্যুত হয়। যদি ট্রেন রেলপথ ছেড়ে মানুষের বাড়িতে ঢুকে বা অন্য রাস্তায় চলে যায় তাহলে সেটা হবে রেল দুর্ঘটনা।