এবছর বিদ্যালয় ভর্তি পরীক্ষা বদলে হবে লটারি

এবছর বিদ্যালয় ভর্তি  পরীক্ষা বদলে হবে লটারি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নিউজডোর ডেস্ক ♦ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার বদলে লটারিতে ভর্তি নেওয়া হবে ।

তিনি বলেন, বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে রাজধানী ঢাকায় ৪০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশে উন্নীত করা হবে ক্যাচমেন্ট এরিয়া ।

এছাড়া, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আগে শিক্ষার্থীদের একটি স্কুল ক্লাস্টার পছন্দ করতে হতো, এখন পাঁচটি স্কুল পছন্দ করতে পারবে।

বুধবার বেলা সোয়া ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী একথা জানান।

আগামী ১০ জানুয়ারির মধ্যে সব বিদ্যালয়ের লটারি প্রক্রিয়া শেষ করা হবে বলেও এ সময় জানান শিক্ষামন্ত্রী।

এবছর করোনার কারণে এইচএসসি পরীক্ষাসহ জেএসসি এবং পঞ্চম শ্রেনির সমাপনী পরীক্ষা বাতিল হয়েছে। এছাড়াও প্রথম শ্রেনি হতে নবম শ্রেনি পর্যন্ত সকল শ্রেনির বার্ষিক পরীক্ষা বাতিল করেছে শিক্ষাবোর্ড।

প্রসঙ্গত, প্রতিবছর প্রথম শ্রেণির ভর্তিতে লটারি এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হয়। তবে করোনাভাইরাসজনিত (কভিড-১৯) পরিস্থিতির কারণে ২০২১ সালে অনলাইনের মাধ্যমে সব ক্লাসেই শিক্ষার্থী ভর্তির ফরম বিক্রি করা হবে; এরপর তা যাচাই-বাছাই করে লটারির জন্য নির্বাচন করবে স্কুল কর্তৃপক্ষ। একাধিক ধাপে লটারি করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর ফলাফল নিজ নিজ বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও কয়েকজন অভিভাবক নিয়ে গঠিত ভর্তি কমিটি এসব প্রক্রিয়া সম্পন্ন করবে।