১২ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণে ব্যবস্থা

নিউজডোর ডেস্ক ♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ১২ বছর ও এর বেশি বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে। বৃধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাপার সংসদ ডা. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানিয়েছেন।
শেখ হাসিনা বলেন, ক্রমান্বয়ে দেশের ৮০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। চলতি ডিসেম্বরের মধ্যে লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণে ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও জানান, ১২ বছর ও তদুর্ধ্ব বয়সী সব শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা হবে। মন্তণালয়ের দেয়া প্রতিবন্ধীদের সুবর্ণ কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা দেয়ার ব্যবস্থা করা হবে।