কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে থাকতে পারে সেনাবাহিনী

কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে থাকতে পারে সেনাবাহিনী

নিউজডোর ডেস্ক :  আগামী সোমবার সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন।  করোনা মোকাবেলায় চলবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। কঠোর লকডাউনে বিধি-নিষেধ কার্যকর করতে মাঠে থাকবে বিজিবি। প্রয়োজনে সেনাবাহিনীও কাজ করবে কঠোর লকডাউন বাস্তবায়নে।

শুক্রবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ ফরহাদ হোসেন বলেন, কঠোর লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ, বিজিবি কাজ করবে। প্রয়োজনে সেনাবাহিনীও কাজ করবে। আপাতত এক সপ্তাহের জন্য লকডাউন কার্যকর করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে এটি বাড়ানো হতে পারে। 

তিনি আরও বলেন, বাংলাদেশ সচিবালয়ে জরুরি পরিষেবার আওতায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা অফিস করবেন। অন্যরা অফিস করবেন না। বর্তমানে জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছে। এর সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই লকডাউন শিথিল থাকবে।