বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষের- প্রধানমন্ত্রী

বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষের- প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজডোর ডেস্ক ♦ বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষের। আমরা সংখ্যা গরিষ্ঠ মুসলমান বলে এদেশে অন্য ধর্মের মানুষদের অধিকার বঞ্চিত করা হবে- তা ঠিক নয়।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে গণভবন থেকে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে ষভাপতিত্ব করেন তিনি।

শেখ হাসিনা বলেন, আজ বিজয় দিবস এটুকু বলব এটা আমাদের প্রতিজ্ঞা, যে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। জাতির জনকের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। সেই বাংলাদেশ গড়ে তুলতে তার আদর্শ বুকে নিয়ে মানুষের পাশে থাকব।