ডব্লিউএইচওর অনুমতি পেলেই ১২-১৮ বয়সীদের টিকাদান

এ মাসে সিনোফার্ম-ফাইজারের আরও আড়াই কোটি টিকা আসছে

ডব্লিউএইচওর অনুমতি পেলেই ১২-১৮ বয়সীদের টিকাদান

নিউজডোর ডেস্ক ♦ দেশে ১২ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দেয়ার অনুমতি চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে আমাদের করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ১২ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দিতে অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলেই টিকার আওতায় আনা হবে।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ মাসে আরও আড়াই কোটি টিকা আসবে। এর মধ্যে সিনোফার্মের দুই কোটি এবং ফাইজারের ৫০ লাখ টিকা রয়েছে।

তিনি জানান, সম্প্রতি করোনা সংক্রমণের হার কমে যাওয়ায় করোনা চিকিৎসার জন্য নিবেদিত হাসপাতালের কিছু শয্যা অন্য রোগীদের চিকিৎসার জন্য ছেড়ে দেয়া হবে।