দেশে করোনা টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশে করোনা টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে

নিউজডোর ডেস্ক ♦ করোনা ভাইরাসের টিকা সংগ্রহের পাশাপাশি দেশে উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয় বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। বুধবার (২জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অধিবেশনে লিখিত প্রশ্নটি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম মুনিরা সুলতানা। উত্তরে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকার করোনা মহামারি থেকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যেগ গ্রহণ করেছে। দেশব্যাপী ও অঞ্চলভিত্তিক লকডাউন কার্যকরসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি দরিদ্র মানুষকে ত্রাণ প্রদানসহ জীবিকা ও অর্থনীতি বাঁচাতে সরকার বিভিন্ন প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ভারত থেকে টিকা সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে। ভারতে করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় এপ্রিলে ভারত সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। ফলে বাংলাদেশ সরকার বিকল্প উৎস হিসেবে চীন ও রাশিয়া থেকে টিকা সংগ্রহের উদ্যেগ নেয়।