ভোক্তাদের মিথ্যা আশ্বাস দিতে আমাদের বাধ্য করা হতো: ইভ্যালি কর্মী

বেতন বকেয়া রেখেই নতুন চাকরি খোঁজার পরামর্শ

ভোক্তাদের মিথ্যা আশ্বাস দিতে আমাদের বাধ্য করা হতো: ইভ্যালি কর্মী

নিউজডোর ডেস্ক ♦ লোক ঠকানোর অভিযোগ আর বিপুল দেনায় ডুবতে বসা ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি এখন পেছনের সারির কর্মীদের বেতন বকেয়া রেখেই ‘বিদায় করতে’ শুরু করেছে। ভোক্তাদের মিথ্যা আশ্বাস দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ কর্মীদের।

অর্থ সংকটের কথা বলে কর্মীদের ভালো চাকরি খোঁজার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সাবেক ও বর্তমান কর্মীদের কয়েকজন।

তারা অভিযোগে আরও বলেন, ভোক্তাদের অব্যাহতভাবে মিথ্যা আশ্বাস দিতে বাধ্য করা। নিয়োগপত্র না দেয়া এবং ১৪ থেকে ১৫ ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে।