দিনাজপুরে নদীতে ডুবে নিঁখোজ যুবকের সন্ধানে ডুবুরির প্রাণহানি

দিনাজপুরে নদীতে ডুবে নিঁখোজ যুবকের সন্ধানে ডুবুরির প্রাণহানি

মোঃ আরমান হোসেন দিনাজপুর ♦ দিনাজপুরের ঢেপা নদীতে ডুবে গত শুক্রবার রাতে নিখোঁজ অজ্ঞাত পরিচয় যুবককে উদ্ধার তৎপরতা চালানোর সময় আজ শনিবার সকালে আব্দুল মতিন নামে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একজন ডুবুরি প্রাণ হারিয়েছেন। তিনি রংপুরে কর্মরত ছিলেন। নিখোজ যুবক কাহারোল উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের বাসিন্দা বিনয় চন্দ্র রায়ের ছেলে বলে পরিচয় নিশ্চিত করেছেন কাহারোল থানার পরিদর্শক রইস উদ্দিন। দুপুর ১টা পর্যন্ত সন্ধ্যান মিলেনি তার।

স্থানীয়রা জানান, প্রায় আড়াইশো বছরের ঐতিহ্যগত প্রথা অনুযায়ী কাল শুক্রবার কাহারোলের কান্তজি মন্দির থেকে রাধা-কৃষ্ণের যুগল বিগ্রহ গতকাল সকালে বাদ্যবাজনাসহ নৌকায় করে (নৌবিহারে) করে ঢেপা নদী পথে দিনাজপুর শহরের রাজবাড়ী মন্দিরে আনান সময় জলকেলিতে আনন্দ উল্লাস করছিল ভক্ত অনুরাগিরা। পথিমধ্যে দিনাজপুর সদরের নশিপুরের হাটখোলা এলাকায় একজন ব্যক্তি পানিতে তলিয়ে গেছে বলে খুঁচাখুঁচি শুরু করেন অন্যান্যরা। রাত সাড়ে বারোটা পর্যন্ত সন্ধ্যান চালান তারা। কিন্তু নিখোঁজের কোনো হদিস পাননি তারা। খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে এসে তল্লাসি শুরু  করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের রংপুরের চারজন ডুবুরি।  এসময় গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন আব্দুল মতিন নামে একজন ডুবুরি তাকে আশংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল সকাল টা ৫০ মিনিটে ভর্তি করা হয়। পরে মারা যান তিনি। ডুবুরি আব্দুল মতিন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মৌলভীরচর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে