শক্তিশালী পাসপোর্টের তালিকায় ২ ধাপ পেছাল বাংলাদেশ

সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০৬ তম

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ২ ধাপ পেছাল বাংলাদেশ

নিউজডোর ডেস্ক ♦ বিশ্বের শক্তিশালী পাসপোর্টের দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ। পাসপোর্ট সূচকে চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশের অবস্থান ১০৮ তম। এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসাছাড়া বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন।

সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে।

গত জুলাইয়ে এ সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০৬ তম। সেসময় ৪১টি দেশে আগাম ভিসা ছাড়া বাংলাদেশের পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারতেন।