রংপুরে করোনায় আরও ১৮ জনের মৃত্যু
২৪ ঘন্টায় ৬১৩ জনের করোনা শনাক্ত হয়েছে
এহসানুল হক সুমন ♦ রংপুর বিভাগে করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের ৫ জন, পঞ্চগড়ের ৩ জন, কুড়িগ্রামের ১ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন, দিনাজপুরের ৬ জন রয়েছে। এনিয়ে রংপুর বিভাগে করোনায় মারা গেল, ৬৭১ জন। সোমবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা, ৩৩ হাজার ৩২৯ জন ও সুস্থ্য হয়েছেন, ২৩ হাজার ৯৮৩ জন।
গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষায় ৬১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩১ দশমিক ৪৪ ভাগ।
এদিকে রংপুর জেলা স্বাস্থ্য বিভাগের কাছে যুক্তরাষ্ট্রের মর্ডানার করোনা টিকা এসে পৌঁছেছে। সোমবার রাত ১টায় একটি বিশেষ গাড়িতে করে রংপুর সিভিল সার্জনের কাছে ১২ হাজার ডোজ করোনার টিকা হস্তান্তর করা হয়। সেগুলো বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করে স্বাস্থ্য বিভাগ।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, টিকা হস্তান্তরের পর আমরা যতœসহকারে টিকাগুলো সংরক্ষণ করেছি। মঙ্গলবার থেকে নগরীর নিবন্ধনকৃত ১২ হাজার মানুষকে এ টিকা প্রদান করা হবে।