ঈদ উপহার হিসেবে রংপুর জেলা যুবলীগের  শাড়ি-লুঙ্গি পেল ৫’শ অস্বচ্ছল পরিবার 

স্টাফ রিপোর্টার ♦ ঈদ উপহার হিসেবে পাঁচশত অস্বচ্ছলদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছে রংপুর জেলা যুবলীগ। রমজানে মাসব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১২টায় নগরীর বঙ্গবন্ধু চত্ত¡রে এ কার্যক্রমে সভাপতিত্ব করেন, জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি’র সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সোহেল, শামিম সর্দার, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন, রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, সাবেক সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগ রাব্বি হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেরিনুল মর্তুজা মেরিন, আদনান হোসেন, সাবেক প্রচার সম্পাদক মোক্তার এলাহি মুরাদ, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুজ্জামান মনির সাবেক উপ-প্রচার সম্পাদক নাহিদ হাসান সাদ্দাম, সাবেক স্কুল ছাত্রলীগ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব, সাবেক ছাত্রনেতা ও যুবলীগ নেতা মাহমুদুর রহমান অভি, জান্নাতুল ফেরদৌস লিয়ন, লুৎফর রহমান বিদুৎ, খায়রুল পারভেজ পলাশ, আব্দুস সোবহান সরকার, আতিকুর রহমান আতিক, এ এস এম মামুনুর মোস্তফা, দানিয়াল দীপ্ত, শাওন, সোহেল আরমান, ওয়াদুদ, সেলিম প্রমুখ।
রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, মাহে রমজান উপলক্ষে যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা মাসব্যাপী নানা মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি। এর মধ্যে অস্বচ্ছল রোজাদারদের মাঝে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রি, ইফতার বিতরণ, হাসপাতালে অবস্থান করা অস্বচ্ছল রোগীর স্বজন, ছিন্নমূল মানুষ, রিক্সাচালকদের মাঝে সেহরীর খাবার বিতরণ করা হয়েছে। আজ আমরা অস্বচ্ছলদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করলাম। ঈদের আগে যুবলীগের এ উপহার পেয়ে তারা অনেক খুশি। সমাজের পিছিয়ে থাকা মানুষদের পাশে বিগত সময়ে জেলা যুবলীগ ছিল এবং আগামীতেও থাকবে। ### ৩০-০৩-২৪ইং