ঢাকায় পুলিশের গুলি বর্ষণের ঘটনায় রংপুরে বিএনপির বিক্ষোভ

সরকার পুলিশকে তাদের পেটোয়া বাহিনীতে পরিণত করেছে: রংপুর মহানগর বিএনপি

স্টাফ রিপোর্টার ♦ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিবর্ষণ, হামলা, কেন্দ্রীয় নেতাদের গণগ্রেফতার, পুলিশের গুলিতে পল্লবী থানা স্বেচ্ছাসেবকদল নেতা মকবুল হোসনকে (৪৫) হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার ( ডিসেম্বর) দুপুরে মহানগর বিএনপি উদ্যোগে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করলে প্রধান ফটকের সামনে পুলিশ বাঁধা দেয়। সেখানে মহানগর বিএনপি সদস্য সিনিয়র সদস্য সুলতান আলী বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, মহানগর বিএনপি সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, সৈয়দ সামসুজ্জামান, নিখিলেন্দু গুহ রায়, রফিকুল আজাদ, রেজাউল করিম রাজু, শাহীনুর ইসলাম, মহানগর যুবদলের সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, কৃষক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জাসাসের আহ্বায়ক আমিনুল ইসলাম হারুন, সদস্য সচিব রাশেদ রানা রাসু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জীম, সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরীসহ অন্যরা।

সরকার পুলিশকে তাদের পেটোয়া বাহিনীতে পরিণত করেছে উল্লেখ করে বক্তারা বলেন, দেশের গণতন্ত্রের পক্ষে মাঠে আন্দোলন করা বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ হামলাসহ গুলি করে হত্যা করছে।

বক্তারা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, নিত্য পণ্যের দাম কমানোসহ বিএনপি চলমান আন্দোলনের সাথে দেশের সাধারণ মানুষ একত্রিত হয়েছে। তাই পুলিশ দিয়ে মানুষ হত্যা করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।