রংপুর সিটি নির্বাচনে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি: ডালিয়া
নৌকা ক্ষমতায় আসলে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তা বাস্তবায়ন করতে বেশি সময় লাগবে না: ডালিয়া
নভেল চৌধুরী ♦ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মাঠ নিজেদের করে নিতে মাঠে নেমে পড়েছেন মেয়র-কাউন্সিলর প্রার্থীরা। ব্যতিক্রম নয় নৌকা প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াও। নির্বাচনে প্রচার-প্রচারণায় নগরের ব্যস্ত সময় পার করছেন তিনি। আজ রোববার (১১ ডিসেম্বর) সকালে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মার্কেট ও রংপুর সিটি বাজারে গণসংযোগ করেন নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। এসময় ডালিয়া গনমাধ্যমকে বলেন, জনগণের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। তারা বলছেন আমরা আর ভুল করব না। সরকারের কাছ থেকে বঞ্চিত হবো না। উন্নয়নের মার্কা, শেখ হাসিনার মার্কা নৌকাতে এবার ভোট দেব। এবার আমি নির্বাচিত হলে রংপুরকে একটি স্মার্ট ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলব। ইশতেহারে আমরা যে ২৯টি কাজ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছি, সে নির্বাচনী প্রতিশ্রুতিগুলোকে আমাদের পার্টির পরিচালনা বোর্ড স্বাগত জানিয়েছে। এবার রংপুর সিটি কর্পোরেশনে নৌকা ক্ষমতায় আসলে সে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে আমাদের বেশি সময় লাগবে না। এসময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ভোট ও দোয়া চান। গণসংযোগে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত আরা বর্ন্যা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনিসহ অন্যান্যরা।