বরিশালে হাতপাখা প্রার্থীর ওপর হামলা, রংপুরে বিক্ষোভ

পুলিশ, বিজিবি প্রশাসনের সামনে কিভাবে আওয়ামী গুন্ডালীগ আমাদের শায়েখের রক্ত ঝরালো: প্রশ্ন বক্তাদের

নিউজডোর ডেস্ক: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম চরমোনাইয়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১২ জুন) বিকেলে নগরীর সিটি পার্ক মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। রংপুর মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাহমুদুর রহমান রিপন, রংপুর জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিরুজ্জামান পিয়ালসহ জেলা মহানগর শাখার অঙ্গ সংঠন এর নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিমের উপর হামলা হয়েছে। তাকে রক্তাত্ব করা হয়েছে। তাই আমরা আজ রাজপথে নেমে এসেছি। পুলিশ, বিজিবি প্রশাসনের সামনে কিভাবে আওয়ামী গুন্ডালীগ আমাদের শায়েখের রক্ত ঝরালো আমরা জানতে চাই। আমরা মনে করি প্রশাসনের নীরব ভ‚মিকার কারণে মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিমের উপর হামলা হয়েছে। তাই প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচী পালন করবো। আমরা বিচার ব্যবস্থার নিয়ম অনুযায়ী অপরাধীরে সর্বোচ্চ শাস্তি দাবী করছে। বিচার না হওয়া পর্যন্ত আমারে প্রতিবাদ সমাবেশ চলতে থাকবে।