আবারও বাড়বে বৃষ্টিপাত: আবহাওয়া অধিদপ্তর

রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরণের বৃষ্টিপাত হতে পারে

আবারও বাড়বে বৃষ্টিপাত: আবহাওয়া অধিদপ্তর

নিউজডোর ডেস্ক ♦ ২৪ ঘন্টার মধ্যে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ৯টা থেকে আগামী ২৪ ঘন্টায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে ভারি বৃষ্টি পাতের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদদের পক্ষে উপ-পরিচালক মো. বজলুর রশীদ স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিভাগ সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি হতে পারে এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৭২ ঘন্টায় বৃষ্টি আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।