রংপুরে মে দিবসে মানববন্ধন সমাবেশ

রংপুরে মে দিবসে মানববন্ধন সমাবেশ

স্টাফ রিপোর্টার ♦ মহান মে দিবস উপলক্ষ্যে রংপুরে মানববন্ধন সমাবেশে করেছে শ্রমিক-কর্মচারী ফেডারেশন। শনিবার দুপুরে সংগঠনের আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমনের সভাপতিত্বে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন,  রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সংগঠনের সাধারণ সম্পাদক সুরেশ বাসফোরসহ অন্যরা। 
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, ১৩৫ বছর আগে যে দাবি নিয়ে শ্রমিকরা রক্তাক্ত সংগ্রাম করেছিলো, পুঁজিবাদী রাষ্ট্র কোনদিন সেই দাবি পূরণ করেনি। ৮ ঘন্টা শ্রম, ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ কোথাও নেই। করোনায় লক্ষ লক্ষ মানুষ কর্মহীন, তাদের জন্য সরকার যা বরাদ্দের ব্যবস্থা করে তাও সরকারদলীয় নেতকর্মীরা লুটপাট করে। অপরদিকে করোনার কথা বলে মালিক শ্রেণিকে লক্ষ লক্ষ টাকার প্রণোদনা দেয়। ব্যবসায়ীদের স্বার্থে দেশীয় চিনিকল, পাটকল বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসায় সরকার। মে দিবসের চেতনা ধারণ করে শ্রমিকদেরকে সকল অন্যায়, অবিচার, শোষণ, লুটপাটের বিরুদ্ধে প্রকৃত বিপ্লবী শ্রমিক সংগঠনের নেতৃত্বে জঙ্গি আন্দোলন গড়ে তুলতে হবে।