রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪ রোগী হাসপাতালে ভর্তি

রংপুরে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪ রোগী হাসপাতালে ভর্তি
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার ♦ রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে পহেলা জুলাই থেকে বুধবার পর্যন্ত ৫৯ রোগী বিভাগের ৮ জেলার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। বর্তমানে ৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং ২৯ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে কেউ মারা যাননি।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ এবিএম আবু হানিফ। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বিভাগের লালমনিরহাটে ১ জন, কুড়িগ্রামে ২ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর সদর হাসপাতালের বাসিন্দা বুলেট নামে এক যুবকের মৃত্যু হয়।