রমেকে নমুনা পরীক্ষায় আরও ১৮ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ১৮ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

স্টাফ রিপোর্টার ♦ রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষায় আরও ১৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১১ জন, কুড়িগ্রামের ৩ জন, নীলফামারী, লালমনিরহাট ও পঞ্চগড়ের একজন করে রয়েছে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন আক্রান্তরা হলেন, পঞ্চগড় তেুতলিয়ার এক বৃদ্ধা (৭০), গাইবান্ধা সদরের এক বৃদ্ধা (৬৫), কুড়িগ্রাম উলিপুরের এক বৃদ্ধ (৬৮), নীলফামারী জলঢাকার এক নারী (৪৪), লালমনিরহাট আদিতমারীর এক বৃদ্ধ (৬০)।

আরও নতুন আক্রান্তরা হলেন, রংপুর নগরীর এক বৃদ্ধা (৬৪), ২৫নং ওয়ার্ডের এক নারী (২০), সার্কিট হাউজের এক যুবক (২৮), এক বৃদ্ধা (৬০), প্রাইমের এক কিশোর (১৭), ধাপের এক পুরুষ (৪৬), এক নারী (২৭), কটকিপাড়ার এক কিশোরী (১৭), নুরপুরের এক পুরুষ (৫০), সিও বাজারের এক বৃদ্ধ (৬০), কুড়িগ্রাম পৌরসভার এক পুরুষ (৪৭), কাঠালবাড়ির এক নারী (৫১) ও বদরগঞ্জের এক বৃদ্ধ (৮৫)। 

শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৭৭৮ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ১৪৯ জন ও মারা গেছেন ৬২ জন।