গঙ্গাচড়ায় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ
রোগী পরিবহন গাড়িসহ পথচারীদের চলাচলে দুর্ভোগ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় সরকারি রেকর্ডভুক্ত ১৬ ফিট প্রশস্ত রাস্তার ৪ ফিট দখল করে গাছ লাগানোর অভিযোগ উঠেছে হানিফ চৌধুরী নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। হানিফ চৌধুরী ওই গ্রামের মৃত ডাঃ মকবুল চৌধুরীর ছেলে।
১৬ ফিট রাস্তার ৪ ফিট দখল করায় রাস্তাটি সংকোচিত হয়েছে। ফলে ট্রাক, মাইক্রো, রোগী পরিবহন গাড়িসহ পথচারীদের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। রাস্তা দখলের ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বিল ইউনিয়নের কাচারী পাড়া গ্রামে।
স্থানীয় বেশ কিছু বাসিন্দা ও বড়বিল ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, তার ইউনিয়নের ওকড়াবাড়ি বাজার হতে কাচারী পাড়া যাওয়ার রাস্তাটি সরকারি রেকর্ডভুক্ত এবং ১৬ ফিট প্রশস্ত। রাস্তাটি দিয়ে নিয়মিত ট্রাক, মাইক্রো, রোগী পরিবহন গাড়িসহ শত শত লোকজন যাতায়াত করে। গত সোমবার (৩১ মে) দুপুরে কাচারী পাড়ায় জিয়াউর রহমানের বাড়ির কাছে প্রভাবশালী হানিফ চৌধুরী ওই ১৬ ফিট প্রশস্ত রাস্তার বেশ কিছু অংশে ৪ ফিট দখল করে গাছ লাগিয়ে রাস্তাটি সংকোচিত করেন। স্থানীয়রা রাস্তাটি দ্রæত উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।