এবার হজ করতে হলে নিতে হবে করোনা টিকা
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ করোনার টিকা না নিলে এবার পবিত্র হজ পালন করতে পারবেন না মুসলিম ধর্মালম্বীরা। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়ে বলেন, এবার পবিত্র হজ পালন করতে হলে করোনা ভাইরাসের টিকা নিতে হবে। আজ বুধবার সৌদি আরবের একটি সংবাদ পত্রে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রীর স্বাক্ষর করা একটি পরিপত্রের উদ্ধৃতি দিয়ে এ বিষয়ে খবর প্রকাশ করেছে দেশটির একটি সংবাদপত্র। খবরে বলা হয়, যাঁরা করোনার টিকা নেবেন, এবার শুধু তাঁরাই পবিত্র হজ পালন করতে পারবেন।
করোনা মহামারির কারণে ২০২০ সালে স্বল্পসংখ্যক মুসল্লি নিয়ে সীমিত পরিসরে পালিত হয় পবিত্র হজ। গত বছর সৌদি আরবে বসবাসরত দেশি-বিদেশি প্রায় ১০ হাজার মুসল্লিকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র হজ করার অনুমতি দেয় দেশটির সরকার।