হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত, নতুন কমিটি ঘোষণা

হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত, নতুন কমিটি ঘোষণা

নিউজডোর ডেস্ক ♦ রোববার রাত ১১ টার দিকে হেফাজতের কেন্দ্রীয় কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছেন জুনায়েদ বাবুনগরী। ঐ রোববার মধ্যরাতে আহ্বায়ক কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম। নতুন কমিটিতে জুনায়েদ বাবুনগরীকে আমির ঘোষণা করা হয়।

নতুন এ কমিটিতে প্রধান উপদেষ্টা হলেন, মুহিবুল্লাহ্ বাবুনগরী। মহাসচিব নুরুল ইসলাম। এ তিন সদস্যের কমিটি আজ পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।

হেফাজতে ইসলামের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজত। পুলিশ জানায়, হেফাজতের বিরোধিতার মধ্যে রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি হয়। এতে করে হেফাজতের কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ১৯ জন নেতাকে গ্রেফতার করা হয়। বিভিন্ন জেলায় হেফাজতের বিরদ্ধে ৭৭টি মামলা দায়ের রয়েছে। এসব মামলায় ৬৯ হাজারের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।