মাদ্রাসার ছাত্রদের পাশে ইফতার নিয়ে ‘চলো স্বপ্ন ছুঁই’

মাদ্রাসার ছাত্রদের পাশে ইফতার নিয়ে ‘চলো স্বপ্ন ছুঁই’

স্টাফ রিপোর্টার ♦ দেশব্যাপী অসহায় মানুষ গুলোর মলিন স্বপ্নগুলোকে আলোকিত  করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে উত্তরবঙ্গের অন্যতম একটি সেচ্ছাসেবী সংগঠন "চলো স্বপ্ন ছুঁই"

লালমনিরহাটের প্রত্যন্ত এলাকায় অবস্থিত তালিমুন নাস দারুল উলুম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় প্রজেক্ট ‘সবার জন্য উপহার-২’ উপস্থিত ’চলো স্বপ্ন ছুঁই’ টিম। কানাডিয়ান প্রবাসী নাসিম কাদেরীর সহযোগিতায় মাদ্রাসার ছাত্রদের জন্য ৭-১০ দিনের ইফতার বিতরণ করেছে ‘চলো স্বপ্ন ছুই’ টিম।  

চলো স্বপ্ন ছুঁই এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মুহতাসিম আবশাদ জিসান বলেন," উত্তরবঙ্গের প্রতিদিন  পাঁচ জেলা মিলে সাত শতাধিক এর বেশি খেটে খাওয়া মানুষের হাতে ইফতারের প্যাকেট পৌঁছে দিচ্ছে "চলো স্বপ্ন ছুঁই" এর সদস্যরা। আমরা মাদ্রাসার এসব এতিম হাফেজ শিশুদের মাঝে -১০ দিনের ইফতার সামগ্রী পৌঁছে দিলাম, ঈদেও আমাদের কিছু পরিকল্পনা রয়েছে।  সমাজের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমাদের এই কার্যক্রম আরো অনেক সহজ হবে"

সহ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ তানজিম আলম তাসিন বলেন, " ছিন্নমূল এই মানুষগুলোর জন্য প্রতিনিয়ত আমরা কাজ করে যাই, রমজানেও তার ব্যতিক্রম কিছু হয় নি।"