সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানবন্ধন
স্টাফ রিপোর্টার ♦ সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়ার কারণে দেশে সাংবাদিক নির্যাতন দিন দিন বেড়েই চলছে। এর পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে পাঠানো হচ্ছে। এতে করে গণমাধ্যমের বাকস্বাধীনতা খর্ব করা হচ্ছে। সাংবাদিকরা দেশ ও জাতির কথা বলতে গিয়ে অব্যাহতভাবে প্রতিনিয়ত নানান নিষ্ঠুর নির্যাতনের শিকার হচ্ছেন।
গতকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর প্রেসকাব চত্ত্বরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বর্তমান দেশের আলোচিত নির্যাতিত সাংবাদিক খায়রুল আলম রফিক ও সাংবাদিক ফরিদুল মোস্তফাসহ দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের নির্মম নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে ২ ঘন্টার বিশাল এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলার সভাপতিত্বে বিশাল মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সাধারণ সম্পাদক রফিক সরকার, একাত্তর টিভির রংপুর অফিস প্রধান ও রিপোর্টার্স কাবের সাধারণ সম্পাদক শাহ বায়োজিদ আহম্মেদ, দৈনিক আমাদের কন্ঠের রংপুর অফিস প্রধান ও দৈনিক প্রথম খবরের নির্বাহী সম্পাদক তাজিদুল ইসলাম লালসহ আরও অনেকে।
প্রেসক্লাবের সভাপতি রফিক সরকার তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আইজিপি আমাদের সাংবাদিকদের সুরাহ দিতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। করোনাকালীন দুর্যোগ মুহুর্তে সাংবাদিকরা নিবেদিতভাবে কাজ করেছেন। তারা ঠিকমত বেতন পাননা। তারপরেও তারা দেশের হয়ে সরকারের উন্নয়ন ও প্রগতির পক্ষে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সাধুবাদ জানাই কিন্তু আমাদের সাংবাদিকদের দিকে দেখতে হবে। তারা কি অবস্থায় আছে।
রিপোর্টার্স কাবের সাধারণ সম্পাদক শাহ বায়োজিদ আহম্মেদ তার বক্তব্যে বলেন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কোন দুর্নীতি বা অনিয়মের সংবাদ প্রকাশ হলেই সাংবাদিকদের উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। সাংবাদিকরা নিবেদিতভাবে মাঠে-ঘাটে কাজ করছে, আবার নির্যাতনের শিকারও হচ্ছে, এটা মেনে নেয়া যায় না। আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। কেউ আঘাত করলে আইন প্রয়োগকারী সংস্থাদের সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করতে হবে।