দিনাজপুর আনসার-ভিডিপি’র আড়াই হাজার গ্রামে গাছের চারা বিতরণ

দিনাজপুর আনসার-ভিডিপি’র আড়াই হাজার গ্রামে গাছের চারা বিতরণ

মোঃ আরমান হোসেন ♦ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ২২ জুন মঙ্গলবার আনসার ভিডিপির মহাপরিচালকের নির্দেশনায় এবং দিনাজপুর জেলা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর আয়োজনে বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যসুরক্ষা বিধির সকল সরকারি নিয়ম মেনে দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় একসাথে একযোগে সর্বমোট হাজার শত ৬টি গ্রামে আনসার ভিডিপি ইউনিয়ন পর্যায়ে সদস্যদের সমন্বয়ে আনসার

ভিডিপি সদস্যদের মাঝে প্রতিটি গ্রামে ২টি করে ঔষধি ফলজ বৃক্ষ প্রদান করা হয়। আনসার সদস্যদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পূর্বে জেলা আনসার ভিডিপি কার্যালয় চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণ করে এবং র‍্যালি প্রদক্ষিণ শেষে ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপনের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী। এসময় উপস্থি ছিলেন দিনাজপুর জেলা আনসার ভিডিপির সহকারি পরিচালক মোঃ ইবনুল হক, সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আবু সাঈদ, সদর উপজেলার প্রশিক্ষক মোঃ পলাশ মিয়া অন্যান্য আনসার

ভিডিপি কর্মকতার্বৃন্দ। আনসার সদস্যদের মাঝে বৃক্ষের চারা বিতরণ শেষে দিনাজপুরে নবনিযুক্ত

দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী আনসার সদস্যদের উদ্দ্যেশে বলেন, বৈশিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকারে নিদের্শনা বাস্তবায়িত করার জন্য আমরা সর্বদা প্রস্তুত। এজন্য আপনারা নিজ নিজ ইউনিয়ন, গ্রাম, মহল্লা এলাকায় করোনা প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারনা কাজ অব্যাহত রাখবেন।