রংপুরে প্রশিক্ষিত জনবল তৈরীর লক্ষ্যে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন
স্টাফ রিপোর্টার ♦ রংপুর বিভাগের দরিদ্র, অতি দরিদ্র, ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থ সামাজিক অবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি’র উন্নয়নে প্রশিক্ষিত জনবল তৈরীর লক্ষ্যে রংপুরে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) নগরীর আলহাজ্ব নগর মোল্লাপাড়া এলাকায় বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচন করে ব্যুরো বাংলাদেশের বহুতল এ কেন্দ্রের উদ্বোধন করেন, সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক এম মোশাররফ হোসেন ও মোঃ সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহারুল ইসলাম। আয়োজনে রংপুর বিভাগের বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্যুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন বলেন, ব্যুরো বাংলাদেশ তার ১ হাজার ৩৮৮টি শাখার মাধ্যমে ২৬ লাখ সুবিধাভোগীকে নিয়ে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানা সামাজিক কর্মকান্ড বাস্তবায়নে এ সংস্থাটি দেশী ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কৃত হয়েছে। আগামীতে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত জনবল তৈরী করে তাদের মাধ্যমে এ অঞ্চলের মানুষের উন্নয়নে নানা কর্মকান্ড বাস্তবায়ন করা হবে।