রংপুরে বেকারদের উদ্যোক্তা হিসেবে তৈরীর  উপর গুরুত্বারোপ করে সম্মেলন

রংপুরে বেকারদের উদ্যোক্তা হিসেবে তৈরীর  উপর গুরুত্বারোপ করে সম্মেলন

স্টাফ রিপোর্টার ♦ রংপুর বিভাগের বেকারদের উদ্যোক্তা হিসেবে তৈরীর উপর গুরুত্বারোপ করে কর্মসংস্থান ব্যাংকের শাখা প্রধান ও কর্মী সম্মেলন হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে এতে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর ও কুড়িগ্রাম অঞ্চলের শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। কর্মসংস্থান ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মুহ. আকতার হোসেন প্রধানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সাবেক সচিব মোঃ সায়েদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, মহাব্যবস্থাপক (পরিচালন মহাবিভাগ) গৌতম সাহাসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা। 
ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম বলেন, কর্মসংস্থানের দিক থেকে উত্তরাঞ্চল অনেক পিছিয়ে আছে। বর্তমান সরকারের সুষম উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এ অঞ্চলের বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে তাদের ক্ষুদ্র, মাঝারী ও কুটির শিল্পের উদ্যোক্তা হিসেবে তৈরী করতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবে কর্মসংস্থান ব্যাংক। এছাড়া মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিগত দিনের মত কর্মসংস্থান ব্যাংক সাধারণ মানুষের পাশে থাকবে। ### ১৪-১০-২৩ইং