আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না: ফখরুল
আওয়ামী লীগের সাথে জনগণের কোনও সম্পর্ক নেই উল্লেক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা এমন একটি দল যারা সব সময় জনগণের সঙ্গে প্রতারণা করে এসেছে। নির্বাচনের তিন মাস সেই আওয়ামী লীগকে ভোট দেয়া মানুষ আবার বলেছে, আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'আওয়ামী লীগ এমনভাবে কথা বলে যেন দেশ তাদের পৈত্রিক সম্পত্তি। তারা ভাবছে, এটা আমার, এটা নিয়ে তুমি আবার নাক গলাও কেন?”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য তুলে ধরে বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন বলে শেষ বার্তা দিয়েছেন তিনি। তিনি আবারও নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হবেন তা যদি জানেন, তাহলে ভোট দেওয়ার দরকার আছে কি?