ফিলিস্তিনে নিহতদের স্মরণে বাংলাদেশে একদিনে শোক ঘোষণা

ফিলিস্তিনে নিহতদের স্মরণে বাংলাদেশে একদিনে শোক ঘোষণা

নিউজডোর ডেস্ক ♦ ফিলিস্তিনের গাজায় একটি হাসপাতালে ইসরাইলি হামলায় নিহতদের স্মরনে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ অক্টোবর) শোক দিবসে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দেন।

এছাড়া শুক্রবার জুমার নামাজের পর গাজায় হতাহতদের জন্য দোয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীকে মন্দির, গীর্জা অন্যান্য উপাসনালয়ে গাজার জনগণের জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ইসরাইল যেভাবে হাসপাতালে হামলা করেছে, নারী-শিশু অসুস্থ মানুষকে হত্যা করেছে, তার নিন্দা জানাই। এই হামলা বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের জমি ফিরিয়ে দিতে হবে।

যারা ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ নিন্দা করছেন না তাদের সমালোচনা করেন শেখ হাসিনা। বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, অনেকেই নীরব। ইসরায়েলের পক্ষে যারা আছে তারা হয়তো অসুখী, ভয়ে চুপ।