রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ইসকো !
নিউজডোর স্পোটর্স ডেস্ক ♦ প্রতিভার দিক দিয়ে তাঁর সঙ্গে টেক্কা দেওয়ার মতো খেলোয়াড় বিশ্বে খুব কমই আছে। অন্য যেকোনো দলের হয়ে খেললে প্রতি ম্যাচে মাঠে নামতেন তিনি। কিন্তু যে দলে খেলেন, সে দল যে বাকি দশটা দলের মতো নয়!
এ জন্যই রিয়াল মাদ্রিদের স্প্যানিশ মিডফিল্ডার ইসকো বলতে গেলে সুযোগই পান না মূল একাদশের হয়ে মাঠে নামার। বছরের পর বছর ধরে বেঞ্চে বসে থাকতে থাকতে বিরক্ত ইসকো এবার জানিয়ে দিয়েছেন, ঢের হয়েছে, আর নয়। রিয়াল মাদ্রিদের সাদা জার্সি গা থেকে নামানোর সময় চলে এসেছে।
আনুষ্ঠানিকভাবে এমন কোনো বিবৃতি ইসকো বা রিয়াল মাদ্রিদ, কারও পক্ষ থেকে না এলেও এমনটাই জানিয়েছে মাদ্রিদভিত্তিক প্রায় সব সংবাদমাধ্যম। ইসকো বলেন, নিজ থেকেই দল ছাড়তে চেয়েছেন। আর সেটা আসন্ন জানুয়ারির দলবদলেই।
বয়স এখন ২৮, আর বেশি দিন ক্যারিয়ার-সক্ষমতার চূড়ায় হয়তো থাকতে পারবেন না। ডুবন্ত ক্যারিয়ারকে বাঁচানোর এটাই সময়। রিয়াল মাদ্রিদও বলে, ইসকোর মনোবাঞ্ছা পূরণ করতে প্রস্তুত। তবে আগ্রহী ক্লাব ইসকোর জন্য যথার্থ প্রস্তাব নিয়ে এলেই রিয়াল তাঁকে ছাড়বে বলে জানিয়েছে মার্কা ও এএসের মতো সংবাদমাধ্যমগুলো।