টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ করল আইসিসি (ভিডিও)
কার্টুন চিরত্রে দেখা যাবে কোহলি, পোলার্ড, রশিদ খান ও ম্যাক্সওয়েলদের

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ অক্টোবরের ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। ওই দিনে গ্রুপ স্টেজের দুটো ম্যাচ হবে। তার একটিতে স্কটল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপের থিম সং প্রকাশ করল আইসিসি। শিরোনাম দিয়েছে ‘লিভ দ্য গেম’। গানটির পুরো চিত্রটি অ্যানিমেটেড চরিত্র দিয়ে সাজানো হয়েছে।
থিম সংয়ের ক্যাম্পেইন ফিল্মে কার্টুন চিরত্রে দেখা যাবে বিরাট কোহলি, কায়রন পোলার্ড, রশিদ খান ও গ্লেন ম্যাক্সওয়েলদের।
সমর্থকরা কিভাবে তাদের প্রিয় খেলোয়াড়দের সাক্ষাৎ পাচ্ছেন এবং ক্রিকেট উল্লাসে মেতে ওঠার চিত্র দেখা যাবে ভিডিওটিতে।
গানটির কম্পোজ করেছেন ভারতের অমিত ত্রিবেদী। এই থিম সংয়ের এনিমেশন তৈরিতে কাজ করেছেন ৪০ জন কর্মী।
এবার বিশ্বকাপের সুপার টুয়েলভে ইতোমধ্যেই ৮টি দল সরাসরি চলে গেছে। বাংলাদেশসহ বাকি ৪ দলকে গ্রুপ স্টেজের খেলে দিতে হবে যোগ্যতার প্রমাণ।