লোকজ খেলা মাঠে ফেরাতে কান্ট্রি গেমসের উদ্যোগ

লোকজ খেলা মাঠে ফেরাতে কান্ট্রি গেমসের উদ্যোগ

এহসানুল হক সুমন ♦ বিদেশী খেলার ভিড়ে হারিয়ে যাচ্ছে বাংলার লোকজ খেলাধুলা। আমদানী করা ক্রিকেট-ফুটবলে যখন ব্যস্ত সবাই তখন লোকজ খেলার অস্তিত্ব সংকটের মুখে। দিন দিন খেলার মাঠ কমে যাওয়া ও প্রযুক্তির সহজলভ্যতার ফলে মোবাইল গেমের নেশা এখন বর্তমান প্রজন্মের রন্ধ্রে রন্ধ্রে। ফলে উঠতি বয়সের শিশু-কিশোরদের শারীরিক-মানসিক বিকাশ হচ্ছে না বলে অভিমত সচেতনদের।

এমন পরিস্থিতিতে লোকজ খেলাধুলাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে সারাদেশে কাজ শুরু করেছে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন। কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের নেতৃত্বে দেশের প্রতিটি জেলায় গড়ে তোলা হয়েছে এ সংগঠন। লোকজ খেলা সংরক্ষণ ও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি জেলার ক্রীড়া প্রশিক্ষকদের হা-ডু-ডু, মোগর লড়াই, দাঁড়িয়াবান্ধা, দড়ি লাফানো, গোল্লাছুট, বলি খেলা, বৌ-চি, এক্কা-দোক্কা, সাতচারা, কানাকাছি ভোঁ-ভোঁ খেলা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এরই অংশ হিসেবে রংপুর বিভাগীয় পর্যায়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, বিসিবি পরিচালক অ্যাড. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন রংপুর জেলা কমিটির সদস্য সচিব আশরাফুল আলম আলআমিন, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, সমাজসেবক একেএম মোজাম্মেল হক, কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন রংপুর জেলা কমিটির সদস্য শাহনাজ বেগমসহ অন্যরা। 

প্রশিক্ষণ কোর্সে খেলার মাঠের মাপজোঁক ও নিয়ম-কানুন নিয়ে প্রশিক্ষণার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। সেই সাথে প্রশিক্ষণে লব্ধ জ্ঞানকে কিভাবে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়া যাবে সে বিষয়ে দু’দিন প্রশিক্ষণ দেন বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন।

শনিবার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সংগঠনের আহ্বায়ক মেরিনা লাভলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের রংপুর জেলা কমিটির সদস্য পার্থ বোস, শাহজাহান কবির, হাসেম আলী, তানবীর হোসেন আশরাফী।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র মোস্তাফিজার রহমান বলেন, আমরা ছোট বেলায় যে লোকজ খেলাগুলো খেলেছিলাম তা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। বর্তমান প্রজন্ম এসব খেলা সম্পর্কে জানা না। তারা মোবাইলে বিভিন্ন গেম খেলায় আসক্ত হয়ে পড়েছে। বাংলার লোকজ খেলাগুলো নিয়ে প্রশিক্ষণার্থীরা যে প্রশিক্ষণ পেল তা নিজ নিজ জেলা ছড়িয়ে দিতে হবে। তবেই আমরা আমাদের হারানো ঐতিহ্য ফিরে পাবো। এছাড়া লোকজ খেলাধুলা ধরে রাখতে সরকারকে এগিয়ে আসা উচিত। বাংলাদেশ কান্ট্রি গেম অ্যাসোসিয়েশন এসব খেলাধুলো মাঠে ফিরিয়ে আনতে যে উদ্যোগ গ্রহণ করেছে এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। 

দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সে রংপুর বিভাগের ৮ জেলার ২৮ জন প্রশিক্ষক ১০টি লোকজ খেলায় প্রশিক্ষণ নেন। শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।