রমেকে নমুনা পরীক্ষায় আরও ২৯ জন শনাক্ত 

রমেকে নমুনা পরীক্ষায় আরও ২৯ জন শনাক্ত 

স্টাফ রিপোর্টার ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১২ জন, গাইবান্ধার ৮ জন, কুড়িগ্রামের ৩ জন, লালমনিরহাটের ৩ জন, নীলফামারীর ২ জন ও দিনাজপুরের একজন রয়েছে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, লালমনিরহাটের এক বৃদ্ধা (৮৭), কাউনিয়ার এক বৃদ্ধা (৮০), গোবিন্দগঞ্জের এক বৃদ্ধা (৬৫), দিনাজপুরের এক নারী (৫০), লালমনিরহাট আদিতমারীর এক পুরুষ (৫৫), নীলফামারী ডোমারের এক বৃদ্ধ (৮৪) ও সৈয়দপুরের এক বৃদ্ধা (৭৫)। 

রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের এক নারী (৪০), রংপুর নগরীর এরশাদ নগরের এক শিশু (৩), সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক পুরুষ (৫৭), পাবর্তীপুরের এক নারী (৪০),জুম্মপাড়ার এক নারী (২৫), সেনপাড়ার এক বৃদ্ধ (৬২), প্রেসক্লাব এলাকার এক বৃদ্ধা (৭২), পীরগঞ্জের এক পুরুষ (৩৩), পীরগঞ্জের এক নারী (৫২), কাউনিয়া বালাপাড়ার এক পুরুষ (৫৫) ও মিঠাপুকুর দমদমার এক নারী (৩৪)। 

গাইবান্ধা জেলায় নতুন শনাক্তরা হলেন, গাইবান্ধা সদরের এক নারী (২৮), সদর পলাশবাড়ির এক যুবক (২৮), সদরের এক পুরুষ (৩০), এক বৃদ্ধ (৬৫), বেটকাপাড়ার এক নারী (৩৫), সাদুল্ল্যাপুরের এক বৃদ্ধ (৬৮) ও চাঁদপুরের এক যুবক (২৩)।  

কুড়িগ্রাম জেলায় নতুন শনাক্তরা হলেন, কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (৬০), কুড়িগ্রাম উলিপুর সর্দারপাড়ার এক বৃদ্ধ (৬৫) ও ধরনীবাড়ির এক নারী (৩৪) এবং লালমনিরহাট জেলায়  লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক (২৭) রয়েছে। 

বৃহস্পতিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এতথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৫৬৫ জন ও সুস্থ্য হয়েছেন ৪ হাজার ১৩৭ জন। মারা গেছেন ৭৭ জন।