রংপুর বিভাগে টিকা নিলেন সাড়ে ৫ লক্ষাধিক মানুষ

রংপুর বিভাগে টিকা নিলেন সাড়ে ৫ লক্ষাধিক মানুষ
ছবি: সংগৃহীত

নভেল চৌধুরী ♦ রংপুর বিভাগে করোনা টিকা নিয়েছেন সাড়ে ৫ লক্ষাধিক মানুষ।বৃহস্পতিবার (১ এপ্রিল) পর্যন্ত রংপুর বিভাগে মোট করোনা টিকা নিয়েছেন ৫ লাখ ৫৪ হাজার ৩৫৫ জন। যার মধ্যে পুরুষ হলেন ৩ লাখ ৩৩ হাজার ৬০২ জন। নারী হলেন, ২ লাখ ২০ হাজার ৭৫৩ জন।  

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আহাদ আলী জানান, বৃহস্পতিবার রংপুর জেলায় ২ হাজার ৬৮১ জন করোনার টিকা  নিয়েছেন। এছাড়াও পঞ্চগড়ে ১ হাজার ৭৭ জন, নীলফামারীতে ৪’শ ৮০ জন, লালমনিরহাটে ১৫৬ জন, কুড়িগ্রামে ১৯২ জন, ঠাকুরগাওঁয়ে ১৭৭ জন, দিনাজপুরে ৬’শ ৯৫ জন এবং গাইবান্ধায় করোনার টিকা নিয়েছেন ১ হাজার ৪১ জন।

তিনি আরও জানান, ২৪ ঘন্টায় রংপুর বিভাগে করোনার টিকা নিয়েছেন মোট ৬ হাজার ৪৯৯জন। এদের মধ্যে পুরুষ ৩ হাজার ৩৯৭ এবং নারী হলেন ৩ হাজার ১০২ জন।