রংপুরে অসহায় সাড়ে ৩ হাজার শ্রমজীবিদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান

রংপুরে অসহায় সাড়ে ৩ হাজার শ্রমজীবিদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান
বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়া মহিপুর এলাকায় এ ত্রাণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন, কছির উদ্দিন কল্যান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হক মানিক।

স্টাফ রিপোর্টার ♦ করোনাক্রান্তিতে রংপুরে অসহায় সাড়ে ৩ হাজার শ্রমজীবিদের মাঝে জনপ্রতি পনের দিনের ত্রাণ সহায়তা দিয়েছে কছির উদ্দিন কল্যান ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়া মহিপুর এলাকায় এ ত্রাণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন, কছির উদ্দিন কল্যান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হক মানিক। ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রংপুর নগরী, গঙ্গাচড়া তিস্তার চর এলাকায় চাল, ডাল, তেল, আলু, লবন, ছোলা, শাড়ি-লুঙ্গিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে।
কছির উদ্দিন কল্যান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হক মানিক বলেন, আমরা প্রতি বছরের মত এবারও অস্বচ্ছল মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছি। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে অস্বচ্ছল ব্যক্তিদের খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।